চেয়ারম্যান

মোঃ শাহাদাৎ হোসেন
চেয়ারম্যান, ভিআইপি শাহাদাৎ গ্রুপ

মো: শাহাদাৎ হোসেন, বাংলাদেশের একজন সফল শিল্প উদ্যোক্তা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ব্যক্তি পর্যায়ে দুইবার সেরা করদাতা হিসেবে স্বীকৃত, শিক্ষানুরাগী ও সমাজ সেবক। বর্তমানে তিনি বাংলাদেশের প্রথম প্রজন্মের ব্যাংক, প্রাইম ব্যাংক লি. এর ভাইস চেয়ারম্যান এবং তাঁর নিজের গড়ে তোলা প্রতিষ্ঠান ভিআইপি শাহাদাৎ গ্রপের চেয়ারম্যান। তাঁর আর্থিক সহযোগিতা, পৃষ্ঠপোশকতা ও তক্তাবধানে রংপুর বিভাগে পরিচালিত হচ্ছে বহু শিক্ষাপ্রতিষ্ঠান। মো: শাহাদাৎ হোসেন এর জন্ম ১৯৪৭ সালে। ১৯৭৪ সালে তিনি ব্যবসা শুরু করেন। রংপুরে তাঁর পূর্বপুরুষদের ব্যবসা প্রতিষ্ঠান ছিল ১৯২৬ সাল থেকে। শাহাদাৎ হোসেন এর প্রথম ব্যবসা প্রতিষ্ঠানের নাম ছিল- মেসার্স শাহাদাৎ হোসেন কনস্ট্রাকশন। রংপুরের তিস্তা বাঁধ নির্মাণ প্রকল্পের অন্যতম নির্মাতা প্রতিষ্ঠান মেসার্স শাহাদাৎ হোসেন কনস্ট্রাকশন। এছাড়াও রংপুরে পানি উন্নয়ন বোর্ডের অধীনে নদী শাসন, বাঁধ ও ক্যানেল নির্মাণ, সড়ক, জনপথ, সেতু ও ভবন নির্মাণ ও নির্মাণ উপকরণ সরবরাহকারি প্রতিষ্ঠান হিসেবে সুনামের সাথে কাজ করে মেসার্স শাহাদাৎ হোসেন কনস্ট্রাকশন। ১৯৯১-৯২ অর্থবছর এবং ১৯৯২-৯৩ অর্থবছরে ব্যক্তি পর্যায়ে সেরা করদাতা নির্বাচিত হয়েছেন তিনি। পরপর ২ বার সর্বোচ্চ রাজস্ব প্রদানের কারণে বাংলাদেশ সরকার কর্তৃক সেরা করদাতা নির্বাচিত হওয়ার পর থেকে রংপুর বিভাগের মানুষ তাঁকে ভিআইপি বলে সম্বোধন করতে শুরু করেন। তাঁর নামের আগে ভি আই পি শব্দটি মানুষের মুখে মুখে ছড়িয়ে যাওয়ার পর তিনি প্রতিষ্ঠা করনে ভিআইপি শাহাদাৎ গ্রপ। বর্তমানে ভি আই পি শাহাদাৎ গ্রপের প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- ভি আই পি শাহাদাৎ হোসেন কোল্ড স্টোরেজ, ভি আই পি শাহাদাৎ হোসেন পোল্ট্রি এন্ড হ্যাচারি, ভি আই পি শাহাদাৎ হোসেন ফিড মিল, প্রিয় ফুড লি.। এছাড়াও রংপুর বিভাগে ভি আই পি শাহাদাৎ হোসেন মহাবিদ্যালয়, ভি আই পি শাহাদাৎ হোসেন কৃষি প্রযুক্তি ইহ্নটিটিউট, ভি আই পি শাহাদাৎ হোসেন উচ্চ বিদ্যালয়, দিলরুবা শাহাদাৎ উচ্চ বিদ্যালয়, শিক্ষাঙ্গণ উচ্চ বিদ্যালয়, ভি আই পি শাহাদাৎ হোসেন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ভি আই পি শাহাদাৎ হোসেন প্রাথমিক বিদ্যালয়, ভি আই পি শাহাদাৎ হোসেন হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানা, ভি আই পি শাহাদাৎ হোসেন এতিম খানা, কবি দিলরুবা শাহাদাৎ মাকামাম মাহমুদা মহিলা মাদ্রাসাসহ বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা তিনি। বহু শিক্ষা প্রতিষ্ঠান তাঁর নামে প্রতিষ্ঠিত হয়েছে এবং তিনি পৃষ্ঠপোষকতা করছেন বহু শিক্ষা প্রতিষ্ঠানের।

প্রতিষ্ঠান

ভাইস চেয়ারম্যান
প্রাইম ব্যাংক লিমিটেড

ভাইস চেয়ারম্যান
প্রাইম ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড

চেয়ারম্যান
ভিআইপি শাহাদাৎ কোল্ড স্টোরেজ

চেয়ারম্যান
শাহাদাৎ হোসেন কনস্ট্রাকশন

চেয়ারম্যান
ভিআইপি শাহাদাৎ পোল্ট্রি এন্ড হ্যাচারী

চেয়ারম্যান
প্রিয় ফুড লিমিটেড

চেয়ারম্যান
ভিআইপি শাহাদাৎ ফিড

ভাইস চেয়ারম্যান

কবি দিলরুবা শাহাদাৎ
ভাইস চেয়ারম্যান, ভিআইপি শাহাদাৎ গ্রুপ

কবি দিলরুবা শাহাদৎ এর জম্ম ১৯৫৭ সালের ২৮ শে ফেব্রয়ারী। তাঁর স্বামী মোঃ শাহাদৎ হোসেন প্রতিষ্ঠিত শিল্পপতি, সমাজ সেবক ও শিক্ষানুরাগী, প্রাইম ব্যাংক লিমিটেড এর প্রতিষ্ঠাতা পরিচালক, বর্তমানে এই ব্যাংকের ভাইস চেয়ারম্যান। কলেজ জীবনের সেই হিরম্ময় দিনগুলোতেই তাঁর লেখালেখির শুরু। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন পত্রিকা, সাহিত্য পত্রিকা, সংকলন, জার্নাল, স্মরণিকাসহ কলেজ ম্যাগজিন, বিভিন্ন ধরনের স্মরণিকা, সংকলন এবং জাতীয় ও স্থানীয় পত্র- পত্রিকায় নিয়মিত প্রকাশিত হয় তাঁর লেখা। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে সাহিত্য বিষয়ক বহু অনুষ্ঠানে অতিথি হিসেবে নিয়মিত অংশ নেন তিনি। অংশ গ্রহণ করেছেন আন্তর্জাতিক বিভিন্ন সাহিত্য সম্মেলনেও। প্রথমে কবিতা ছাপা হয় রংপুর থেকে প্রকাশিত ‘দৈনিক দাবানলে’। এর পর ছাপা হয় ‘সাপ্তহিক বেগম’-এ। কবিতা ছাড়াও বেশ কিছু ভাল গল্প লিখেছেন তিনি। এর মধ্যে উল্লেখ্যযোগ্য হচ্ছে-রিতার ভাবনাগুলো, একজন নন্দিতার কথা ও আয়েশার সুখ- দুঃখ। এ পর্যন্ত তাঁর লেখা কবিতার ১৩ টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। গ্রন্থগুলো হচ্ছে- হৃদয়ে আসে আনন্দ আবেগ, চেতনায় ক্লান্তির বাস, রাঁধা নামে বাজে বাঁশি, ক’ ফোটা জল পেলে, নক্ষত্রের হৃদয়, বুনো জ্যোৎন্সায় বিষাদের ঘ্রাণ, ভেজা রৌদ্র স্বপ্ন সমুদ্র, তৃষ্ণার্ন্ত জীবনের জলছবি, দৃষ্টির অন্ত:পুরে জলপরীরা, প্রবাসে বিহঙ্গ ছিলাম, তুমি একজন পাথর মানুষ, বসন্ত স্বপ্নের আলোছায়ায় ও পাতার চোখের অশ্র ও অন্যান্য কবিতা । কবি মহফিল হক তার সাথে যৌথভাবে সম্পাদনা করেছেন “মুক্তিযুদ্ধের শিশু সাহিত্য’। অঞ্জলিকা সাহিত্য পত্রের সম্পাদক হিসাবে তিনি পেয়েছেন বিশেষ পরিচিতি। এক সময় তিনি “সংবর্তক” নামে একটি সাহিত্য পত্রিকাও সম্পাদনা করেছেন। কবিতা চর্চায় সফলতা ও স্বীকৃতি হিসেবে পেয়েছেন অনেক পুরুস্কার, পদক, সংবর্ধনা ও সম্মাননা। তিনি পেয়েছেন রংপুরের প্রভাতি সংঘ প্রদত্ত সাংবাদিক মোনাজাত উদ্দিন স্মৃতি পদক, রংপুরের থিয়েটার পদক, নাগরিক নাট্য গোষ্ঠী পদক, পাবনার উত্তর বাংলা সাহিত্য পরিষদ পদক, রাজশাহী সাহিত্য পরিষদ সম্মাননা, প্রত্যাশা সাহিত্য পরিষদ পুরষ্কার রাজশাহী, রংপুর নাট্যকেন্দ্র পদক, ঈশ্বরদী নোঙর সাহিত্য পুরষ্কার, ঢাকা বেগম রোকেয়া পদক, বগুড়ার দুপচাঁচিয়া লেখক সংঘ পুরষ্কার ও ঢাকা আবু হোসেন সরকার স্মৃতিপদক ও উত্তর বাংলা কবিতা ক্লাব স্বর্ণ পদক-বগুড়া ,টাংগাইল মওলানা ভাসানী স্মৃতি পদক ইত্যাদি। এছাড়া বিদেশ থেকেও তিনি পেয়েছেন অনেক সম্মাননা। তিনি অর্জন করেছেন- ভারতের উত্তরবঙ্গ নাট্যজগৎ সাহিত্য পুরষ্কার শিলিগুড়ি, সতোন্দ্রনাথ দত্ত সাহিত্য পুরষ্কার, কোলকাতা মাইকেল মধুসূদন এওয়ার্ড-কোলকাতা, বালুচর সাহিত্য পদক- মুর্শিদাবাদ। তিনি ভারত থেকে পেয়েছেন আরো কিছু পদক, পুরস্কার ও সম্মাননা। সাহিত্য সম্মেলনে অংশগ্রহণ করার জন্য গিয়েছেন- ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, ইতালী, অষ্ট্রিয়া, কাতার থাইল্যান্ড, সিঙ্গাপুরসহ অনেকগুলো দেশ। কয়েক বছর আগে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ও বৃটেনে ৩ মাস ব্যাপি সফর করেছেন। এ সময় তিনি এ দুটি দেশে অনেক ঘরোয়া সাহিত্য বৈঠকে অংশ গ্রহন করেন ও সাহিত্য কর্মীদের সাথে মত বিনিময় করেন। রংপুরে তাঁর নামে প্রতিষ্ঠিত হয়েছে- বিভিন্ন স্কুল, মাদ্রাসা এতিমখানা। এরমধ্যে রয়েছে সেন্টার হাট কবি দিলরুবা শাহাদৎ উচ্চ বিদ্যালয় , কবি দিলরুকা শাহাদৎ কিন্ডার পার্টেন ,কবি দিলরুবা শাহাদৎএতিমখানা। নিয়মিত সাহায্য করেন তিনি অন্যান্য এতিমখানা , সংগঠন ও সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানেও । তাঁর উদ্যোগে প্রতি শীতে গরম কাপড় বিতরন করা হয়। বড় বড় উৎসবের আগে দরিদ্রদের মধ্যে খাবার বিতরন করা হয়। তাঁর পৃষ্টপোষকতায় প্রায়শই ঘরে বাইরে আয়োজিত হয় কবিতার মনোজ্ঞ আসর, উৎসব। দিলরুবা শাহাদৎ প্রায় তিন দশক অথবা তাঁরও বেশি সময় ধরে কবিতা ভুবনে বিচরন করছেন । র্দীঘ এই সময়ে তাঁর কবিতার এক বিশাল পাঠকগোষ্ঠী তৈরী হয়েছে।

প্রতিষ্ঠান

ভাইস চেয়ারম্যান
ভিআইপি শাহাদাৎ কোল্ড স্টোরেজ

ভাইস চেয়ারম্যান
ভিআইপি শাহাদাৎ পোল্ট্রি এন্ড হ্যাচারী

চেয়ারম্যান
প্রিয় ফুড লিমিটেড

ভাইস চেয়ারম্যান
ভিআইপি শাহাদাৎ ফিড

ভাইস চেয়ারম্যান
শাহাদাৎ হোসেন কনস্ট্রাকশন

ব্যবস্থাপনা পরিচালক

এস এম তামজিদ
ব্যবস্থাপনা পরিচালক
ভিআইপি শাহাদাৎ গ্রুপ

ভি আই পি শাহাদাৎ গ্রপের ব্যবস্থাপনা পরিচালক- এস এম তামজিদ, বাংলাদেশের প্রথম প্রজন্মের ব্যাংক- প্রাইম ব্যাংক লিমিটেড এর পরিচালক ও পরিচালনা পর্ষদের সদস্য, প্রযুক্তি ও শিল্প উদ্যোক্তা। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম এ সম্মান, টেক্সাস এএন্ডএম বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি রংপুর ক্যাডেট কলেজ এর প্রাক্তন ছাত্র। বোস্টনের বেশ কয়েকটি আর্থিক সেবা ও বিনিয়োগ প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন। উচ্চশিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা অর্জনের জন্য তিনি বছরের বেশিরভাগ সময় দেশের বাইরে অবস্থান করেন। রংপুর বিভাগের সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের জীবন- মান উন্নয়নের জন্য তাঁর সমস্ত ব্যবসা কার্যক্রম রংপুর কেন্দ্রীক।

প্রতিষ্ঠান

পরিচালক
প্রাইম ব্যাংক লিমিটেড

ভাইস প্রেসিডেন্ট
InnovationXL, USA

ব্যবস্থাপনা পরিচালক
ভিআইপি শাহাদাৎ কোল্ড স্টোরেজ

ব্যবস্থাপনা পরিচালক
শাহাদাৎ হোসেন কনস্ট্রাকশন

ব্যবস্থাপনা পরিচালক
ভিআইপি শাহাদাৎ পোল্ট্রি এন্ড হ্যাচারী

ব্যবস্থাপনা পরিচালক
প্রিয় ফুড লিমিটেড

ব্যবস্থাপনা পরিচালক
ভিআইপি শাহাদাৎ ফিড

পরিচালক

সাহেদা পারভীন তৃষা
পরিচালক, ভিআইপি শাহাদাৎ গ্রুপ

Content on process, will be added soon. Thanks.

প্রতিষ্ঠান

সাবেক পরিচালক
প্রাইম ব্যাংক লিমিটেড

সাবেক ভাইস চেয়ারম্যান
প্রাইম ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড

পরিচালক
ভিআইপি শাহাদাৎ কোল্ড স্টোরেজ

পরিচালক
শাহাদাৎ হোসেন কনস্ট্রাকশন

পরিচালক
ভিআইপি শাহাদাৎ পোল্ট্রি এন্ড হ্যাচারী

পরিচালক
ভিআইপি শাহাদাৎ ফিড

ঠিকানা

প্রধান কার্যালয়ঃ
ভিআইপি হাউজঃ ১৩, সড়কঃ ০১
ষ্টেশন রোড, রংপুর, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০১৩২৪ ১৭২৫০৩
info@vipshahadatgroup.com

ম্যাপ

সামাজিক মাধ্যম

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা সক্রিয় রয়েছি। চলমান কার্যক্রম জানতে আমাদের সাথে যুক্ত হোন। ধন্যবাদ।

©  ভিআইপি শাহাদাৎ গ্রুপ – ২০২২